সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পটুয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে গণজমায়েত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে গণজমায়েত

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ আগস্ট) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ভারত শুধু শেখ হাসিনাকে আশ্রয়ই দেয়নি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আ.লীগের প্রেতাত্মার এবং বিএনপির মধ্যে যেসব মোনাফেক রয়েছে তারা অনেক ভয়ঙ্কর। এদেরকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

টিএইচ