পটুয়াখালীতে মেজর পরিচয়ে চার প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শিশু একাডেমি সেনা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. সালাহ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, খান রেজাউল করিম, মো. জসিম হাওলাদার। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় আর জসিম উদ্দিনের বাড়ি বাকেরগঞ্জ থানায়।
পটুয়াখালী সেনা ক্যাম্পের মেজর সাইফ জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকারে গত শুক্রবার রাতে ক্যাম্পের সামনে এসে সালাহ উদ্দিন নিজেকে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চায়।
এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে গাড়িসহ তাদের কৌশলে ক্যাম্পের মধ্যে প্রবেশ করানোর ব্যবস্থা করে কর্নেল মোহসীন স্যারকে বিষয়টি অবহিত করি। পরে কর্নেল মোহসীন স্যারের সামনে নিলে সালাহউদ্দিন নিজেকে ১৯নং ফোর্সের অবসরপ্রাপ্ত মেজর অফিসার পরিচয় দেয়।
এক পর্যায়ে খোঁজখবর নিয়ে নিশ্চিত হয় যে, তিনি আসলে ভুয়া পরিচয় দিয়েছে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসা করলে নিজেকে ভুয়া মেজর স্বীকার করেন। তার সঙ্গে যারা ছিল তারাও এক পর্যায়ে নিজেদের ভুয়া সোনাবাহিনীর সদস্য বলে স্বীকার করে।
সেনাবাহিনীর সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে ওই প্রাইভেটকার নিয়ে তারা চারজন পটুয়াখালীতে অবস্থান করছিলেন। তবে কোথায় কোথায় গেছেন বা কি করেছেন আর কি কারণে ভুয়া মেজর পরিচয় দিয়েছে সেটির ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছেন বলে পটুয়াখালী জেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডিং অফিসার কর্নেল মোহসীন জানান। এ ব্যপারে প্রতারণা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে সদর থানার ওসি মো. জসিম জানান।
টিএইচ