নওগাঁর পত্নীতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবককে আটকের পর থানায় হস্তান্তর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
থানায় মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার মামুদপুর চৌধুরী পাড়ায় একটি বাড়িতে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এ চাঁদা উত্তোলন চেষ্টা করা হয়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে আরিফ পালানোর চেষ্টা করে ও ছাত্রদের হাতে আটক হন। পরে আরিফকে রাতেই থানা পুলিশের হাতে তুলে দেন। ছাত্র আন্দোলনের পক্ষে কাজী নাজমুল হাসান বাদী হয়ে আরিফের নামে মামলা করেন।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, চাঁদা দাবির অভিযোগে উপজেলার মামুদপুর মধ্যপাড়ার তমিজ উদ্দিনের ছেলে আরিফ হোসেনের নামে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
টিএইচ