সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পত্নীতলায় টানা বর্ষণে বিপাকে সবজি চাষীরা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় টানা বর্ষণে বিপাকে সবজি চাষীরা

বরেন্দ্র এলাকা খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বেশিরভাগ মানুষ। কিন্তু টানা কয়েকদিনের প্রবল বর্ষণে সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। 

আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় চলতি মৌসুমে এলাকার অধিকাংশ সবজি চাষীরা আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। এ সবজির মধ্যে রয়েছে মূলা, পাতাকপি, ফুলকপি, শীম, লাউ, টমেটো, বেগুন, কাঁচা মরিচ, বরবটি, লালশাক ও পালংশাক অন্যতম। 

সবজি চাষীরা জানায়, ‘উপজেলার নজিপুর পৌর সদরসহ ১১ টি ইউনিয়নের মাঠ পর্যায়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বিভিন্ন পলিভূমিতে থাকা আগাম সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। 

উল্লেখ্য, উপজেলার পাটিচরা, কাশিপুর, চাঁদপুর, ফহিমপুর, উজিরপুর, ইছাপুর-আজমতপুর, মামুদপুর, কাঁটাবাড়িসহ আত্রাই নদীর উভয়পাশে ব্যাপক শীতকালীন সবজির চাষ হয়ে থাকে। 

কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নেতিয়ে পড়েছে সবজির চারা এবং কোন কোন সবজির ইতোমধ্যে পচন শুরু হয়েছে। এতে চাষীরা আশঙ্কা করছেন, লাভ তো দূরের কথা, বিনিয়োগকৃত আসল মূলধন উঠানো মুশকিল হতে পারে। 

টিএইচ