মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

পত্নীতলায় সড়কে উচ্ছেদ ও ট্রাফিক পুলিশের অভিযান 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় সড়কে উচ্ছেদ ও ট্রাফিক পুলিশের অভিযান 

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর শহরের চৌরাস্তার উপর দখলকৃত অবৈধ স্থপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) পূর্ব ঘোষণা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের উপস্থিততে নজিপুর বাসস্ট্যান্ড ধামইর রোডে এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ। 

অপরদিকে, জেলা ট্রাফিক বিভাগের পুুলিশ সদস্যরা প্রায় একশো মোটরসাইকেলের নামে বিভিন্ন অভিযোগ থাকার কারণে মামলা করেন। 

স্থানীয় সচেতন নাগরিকরা বলছে, জেলার দ্বিতীয় বৃহত্তর নজিপুর বাসস্ট্যান্ড ব্যস্ততম শহর। এ শহরটি অতিক্রম করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সংযোগস্থল ও পারাপারের অন্যতম প্রধান সড়ক। 

কিন্তু রহস্যজনকভাবে ক্ষমতাসীন দলের অসাধু চক্রের বিশেষ ব্যবস্থাপনায় বার-বার উচ্ছেদ অভিযান পরবর্তী সড়ক দখল করে দোকান বসে ও চাঁদাবাজি করে আসছে। এতে ২-৩ মিনিটের পথচারীদের রাস্তা পার হতে ৮-১০ মিনিট সময় লাগে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, নিরাপদ সড়কের দাবিতে এমন কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। সড়ক যাত্রাতে দুর্ঘটনা এড়াতে ও প্রাণহানি হতে রক্ষায় নিরাপদ সড়কের বিকল্প কিছু নেই।

সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা ট্রাফিক বিভাগের পুলিশের কর্মকর্তারা বলেন, সড়ক নিরাপদ এবং দুর্ঘটনা রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে এমন অভিযান পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

টিএইচ