সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজি ওজনের কাতল  

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

পদ্মায় ধরা পড়ল ৩২ কেজি ওজনের কাতল  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের কাতল। এই কাতল মাছটি বিক্রি হয়েছে ৩২ হাজার টাকায়। মাছটি আড়তে ওঠার পর থেকেই ভিড় জমে দেখার জন্য, তবে একক কোনো ক্রেতা না থাকায় চারজন মিলে কিনেন মাছটি।

গোবিন্দ হালদার জানান গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পদ্মা নদীতে তার নিজের বেড় জালে মাছটি ধরা পড়ে।

আন্দামান একঘাটের মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার (৩০ মার্চ) ৩২ কেজির কাতল মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। পরে মাছ ব্যাবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী ও আড়তদার সুমন রাজবংশী রাধুসহ চারজন মিলে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী নৃপেন রাজবংশী জানান, ৩২ কেজির কাতল মাছটি শনিবার (৩০ মার্চ) আড়তে নিয়ে আসলে আমরা চারজন মিলে ভাগে কিনে নিই। তিন ভাগ আমরা দুজন মাছ ব্যবসায়ী, একজন আড়তদার ও আর একভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নেন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, মাছের অভয়ারণ্য খ্যাত পদ্মায় বড় বড় আইর মাছ, পাঙাশ মাছ ও বোয়াল মাছ মাঝে মাঝে ধরা পড়ে। শনিবার (৩০ মার্চ) বড় কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি।

টিএইচ