সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পরকিয়া: সিরাজদীখানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পরকিয়া: সিরাজদীখানে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে ভাবির জন্য নিজের বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর যাবৎ কুয়েতে থাকেন। এই সুযোগ ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। 

ভাবির সঙ্গে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।  পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে একটি শালিস বসার কথাও ছিল। কিন্তু এর আগেই  সকালে ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। 

বালুচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সঙ্গে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার শালিস হয়েছে।  

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আছে তবে ভাবীর সঙ্গে দেবরের প্রেম ঘটিত বিষয়ে কথাই শুনতেছি, তদন্তের  পর বিস্তারিত জানাতে পারব।

টিএইচ