বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পরকীয়ার জেরে শিশু হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পরকীয়ার জেরে শিশু হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড 

ফতুল্লায় পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখতে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে শিশু মরিয়মের মাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও উভয় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল দিয়েছেন আদালত। 

মামলার অপর একটি ধারায় উভয়কে সাত বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার লিচু আকন্দের ছেলে সোলাইমান ও আমৃত্যু কারাদণ্ডের আসামি হলেন পটুয়াখালীর গলাচিপা থানার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস।

রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বলেন, ১৩ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়েছে।

টিএইচ