মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

পরকীয়ায় ১২ বছরের সংসার ভাঙলেন স্ত্রী দুধ দিয়ে গোসল করলেন স্বামী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

পরকীয়ায় ১২ বছরের সংসার ভাঙলেন স্ত্রী দুধ দিয়ে গোসল করলেন স্বামী

বাগেরহাটের রামপালে পঞ্চমবারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। এক যুগের সংসার জীবনে ভালোবাসার বন্ধনে বহুবার স্ত্রীর অনৈতিক কর্মকান্ড ক্ষমা করে চেয়েছিলেন সুখে সংসার করতে। 

কিন্তু স্ত্রীর পরকীয়ায় সে ভালেবাসা ম্লান হয়েছে আকতারুলের জীবন। ঘর বাঁধতে একাধিকবার চেষ্টাও করেছিলেন আক্তারুল। স্ত্রী এতটাই অবাধ্য ছিলো যে তার অনৈতিক কর্মকান্ডে বাঁধা দিলে উল্টো স্বামী আকতারুলকে প্রকাশ্য হুমকি দিতো তাকে ঘর করতে বাধ্য করা হলে রাতের অন্ধকারে স্বামীর পুরুষাঙ্গ কেঁটে জীবন শেষ করে দেবে স্ত্রী ওমেনুর।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, বারো বছরের সংসার আকতারুল-ওমেনুরের। আখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুটি সন্তানও রয়েছে। দাম্পত্য জীবনের কলহ তাদের নিত্যসঙ্গী। ১২ বছরে মনোমালিন্য থেকে আকতারুল ৫ বার পেয়েছেন স্ত্রীর তালাকনামা। 

প্রথমে স্বাক্ষর না করলেও এবার তিনি তালাক মেনে সাক্ষর করে দাম্পত্য জীবনের অবসান ঘটান। দাম্পত্য জীবনের ইতি টেনে এবার ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের ওই ব্যক্তি। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। 

এবিষয়ে ভুক্তভোগী আকতারুল ঢালীর মা আমেনা বেগম জানান, আমার ছেলের সুখের সংসার ফেলে যে নারী পরপুরুষের সঙ্গে অবৈধ প্রেমে হাবুডুবু খায় তাকে দিয়ে সংসার হয়না। 

এ বিষয়ে ভুক্তভোগী আকতারুল ঢালী বলেন, আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই।

টিএইচ