সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পর্যটকবাহী হাউজবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পর্যটকবাহী হাউজবোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা রাখার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী হাউজবোট ওয়াশরুমে  ধারণকৃত ক্যামেরা পর্যটকদের কাছে ধরা পড়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে অসন্তোষ প্রতিফলিত হয়েছে। 

এমনকি উপজেলা সদরের সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে। গত সোমবার উপজেলার স্বপ্ন হাউজবোট নামে পর্যটকবাহী একটি হাউজবোটে এমন ঘটনা ঘটেছে।

হাউজবোটে থাকা পর্যটক সাজিদুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করার জন্য স্বপ্ন হাউজবোটে আমরা উঠি। হাউজবোটের ওয়াশরুমে গেলে একটি কাপড়ের টুকরো আমার চোখে পড়ে। তখন আমার সন্দেহ হয়। কাপড়ের মধ্যে লুকানো গোপন ক্যামেরা থাকায়। আমার সন্দেহটা বাস্তবেই প্রমাণিত হলো।

হাউজবোটের দায়িত্বরত মোহাম্মদ সোহেল আহমদ বলেন, আমি হাউজবোটে ছিলাম না। বিষয়টি শুনে ঢাকা থেকে এসেছি। এই ঘটনাটি সত্যতা পেলে আমরা ব্যবস্থা নেবো। নাম প্রকাশে অনিচ্ছুক নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের জন্য বিপদজ্জনক। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হউক।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি (ভারপ্রাপ্ত) বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং স্পর্শকাতর। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ