সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পলাশবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি  

পলাশবাড়ীতে গাঁজা-ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার 

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে সাড়ে আঠারো কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ এরশাদুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গত রোববার রাতে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৫ মার্চ) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার এরশাদুল কুড়িগ্রাম সদরের উত্তর ধরঞ্জয় গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। 

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল দীর্ঘদিন মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। এরশাদুলের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।

টিএইচ