রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

পলাশে প্রধান শিক্ষকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন 

নরসিংদী প্রতিনিধি

পলাশে প্রধান শিক্ষকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন 

নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের অনিয়ম, দুর্নীতির অভিযোগে পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা । 

স্কুল বাঁচাও দুঃশাসন হটাও এই স্লোগানকে সামনে রেখে বুধবার ২১ আগস্ট সকালে উপজেলার শহিদ মিনার চত্বর থেকে মানববন্ধটি শুরু হয়ে  উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে  ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও দাবি আদায়ের লক্ষ্যে  বিভিন্ন স্লোগান ও  বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র ছাত্রীরা  

পাঁচ দফা দাবির  মধ্যে স্কুলে নিয়োগ বাণিজ্য বন্ধ , ছাত্র-ছাত্রীদের সাথে অশালীন আচরণ বন্ধ, প্রাক্তন ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সংগ্রহ ও সংশোধনের ব্যাপারে হেনস্তা ও হয়রানি বন্ধ , স্কুলে পরিচালনা পর্ষদের বিতর্কিত মাদকাসক্ত সদস্য এবং  ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নিধনের দাবি জানান শিক্ষার্থীরা। 

এর আগে,পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও অন্য আরেকজন মহিলা  শিক্ষকের মধ্যে অত্র স্কুলের প্রধান শিক্ষক  বরুণ চন্দ্র দাসের কর্মকাণ্ড  অনিয়ম ও  দুর্নীতি নিয়ে  একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে শিক্ষার্থী ও অভিভাবক মহলে  নিন্দার  ঝড় উঠে।  এতে 

অত্র স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে  প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসের পদত্যাগসহ  ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে   মানববন্ধনের  আয়োজন করে  শিক্ষার্থীসহ অভিভাবকরা। পরে দাবি আদায়ের  লক্ষ্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তার  কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।

তবে  এ বিষয়ে জানতে  অভিযুক্ত প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাসকে একাধিকবার কল  দিলেও  তিনি ফোন রিসিভ করেন নি। তিনি বার-বার কল কেটে দেন। 

এ বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। আমরা স্মারক লিপি পেয়েছি। পরবর্তী আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

টিএইচ