সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শনে কুড়িগ্রাম সদর ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধি

পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার কার্যক্রম পরিদর্শনে কুড়িগ্রাম সদর ইউএনও

কুড়িগ্রামে পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার চলতি অর্থবছরের সব কার্যক্রম এবং চলমান হাঁসমুরগি পালন প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রাম সদর ইউএনও সাঈদা পারভীন।

সোমবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ বাজারস্থ নাজিরা আর.কে রোড সংলগ্ন পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থা পরিদর্শনে এসে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন সব কার্যক্রম দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় চলমান সাতদিন ব্যাপী  হাঁসমুরগি পালন প্রশিক্ষণরত ৩০জন যুব মহিলা-পুরুষদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।  

এ ছাড়াও উপস্থিত সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. আজগার আলী, সহকারী উপ-কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, প্রশিক্ষক খালেদুল ইসলাম, পল্লীসেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মোছা. শাহনাজ পারভীনসহ সংশ্লিষ্ট সব প্রশিক্ষণার্থীদের নিয়ে ঋণ কার্যক্রমসহ বেকারত্ব দূর করতে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

টিএইচ