সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবিতে আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন

সমপ্রতি রেলবিভাগে সংযুক্ত নতুন আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসহ রুপসা/সীমান্ত ও নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যাত্রাবিরতীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ জুন) মানববন্ধনে পাঁচবিবি বণিক সমিতি, শিক্ষার্থী সমিতি, উপজেলাবাসীসহ বিভিন্ন ব্যানারে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। একই সঙ্গে পাঁচবিবি স্টেশনটি মডেল স্টেশনে রূপান্তরকরণ ও অনলাইনে টিকিট বিক্রয় সিস্টেম চালুর দাবি করা হয়।

এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. আজাদ আলী, জয়পুরহাট বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বণিক সমিতির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা, সহ-সভাপতি মো. তাইজুল ইসলামসহ অনেকেই।

টিএইচ