বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ  

জয়পুরহাট  প্রতিনিধি 

পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ  

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) পাঁচবিবির গোহাটিতে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা তন্ময় কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার, মজিবর রহমান ও মো. ছামেদ আলীসহ অনেকেই। 

পিআইও আবু বকর বলেন, উপজেলার ১৮৫টি বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে শীতের কম্বলগুলো প্রদান করা হয়।

টিএইচ