সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাঁচবিবির হাটখোলা সীমান্তে ফেন্সিডিল ও অ্যাম্পলসহ একজন আটক 

জয়পুরহাট প্রতিনিধি 

পাঁচবিবির হাটখোলা সীমান্তে ফেন্সিডিল ও অ্যাম্পলসহ একজন আটক 

জয়পুরহাটের পাঁচববি উপজেলার হাটখোলা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল ও ১৯৬০ অ্যাম্পলসহ বজলুর রশিদ ওরফে বটুমিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার (২৭ আগস্ট) আটক আসামিকে মাদক মামলায় পাচবিবি থানায় সোর্পদ করা হয়েছে। 

এর আগে গত শনিবার রাতে পূর্ব উচনা সীমান্তের ২৮১/২৩ এস এলাকা হতে মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম উচনা গ্রামের কাশেম মিয়ার পুত্র।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক জানান, উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/২৩এস পিলারের পার্শ্ব দিয়ে এক দল 
 চোরাকারবারী মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্য তাদের ধরতে ওৎ পেতে থাকে। 

বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী বজলুর রশিদকে আটক করেন এবং ফেন্সিডিল ও অ্যাম্পল উদ্ধার করে।

পরে পাঁচবিবি থানায় মাদকক্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনকে পলাতক দেখিয়ে আটক আসামিকে থানায় সোর্পদ করেন। মামলা নং- ৪৫।

টিএইচ