সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাঁচবিবি পৌরসভা পরির্দশনে বিভাগীয় পরিচালক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবি পৌরসভা পরির্দশনে বিভাগীয় পরিচালক

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা পরির্দশন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ম-সচিব) মো. পারভেজ রায়হান। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপস্থিত ছিলেন, ইউএনও আরিফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো. জোবাইদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী (সিভিল-২), কাউন্সিলর মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আনিছুর রহমান বাচ্চুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

পরে তিনি পৌর প্রশাসকের কার্যালয়ে সবাইকে নিয়ে বৈঠক করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সততার সঙ্গে আপনারা আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। এরপর তিনি পৌরসভার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

টিএইচ