বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশায় পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

দীর্ঘ ২৫ বছর চাকরি জীবনের শেষ কর্মদিবসে খন্দকার মো. শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায়ের আয়োজন করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। সম্মানের সাথে এই পুলিশ সদস্যের বিদায়ের আয়োজনে পুলিশের অন্যান্য সদস্যদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সোমবার সকাল সাড়ে এগারোটায় পাংশা মডেল থানায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী কনস্টেবল খন্দকার মো. শরিফুল ইসলামের গ্রামের বাড়ি উপজেলার মাছপাড়া ইউনিয়নে। বিদায়ী পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান ও মহাগ্রন্থ আল কুরআনসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে ওসির সুসজ্জিত গাড়িতে গ্রামের বাড়ি মাছপাড়ায় পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা সার্কেলের ইন্সপেক্টর জাকির হোসেন, এসআই মো. মিজানুর রহমান সহ থানার অন্যান্য সদস্যবৃন্দ।

চাকরি থেকে বিদায় নেওয়া পুলিশ সদস্য খন্দকার মো. শরিফুল ইসলাম বলেন, চাকরি জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ পাওয়া। জীবনের ২৫ বছর দেশের নানা জায়গায় চাকরি করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে।

এমএম