বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাংশায় পদ্মার চর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশায় পদ্মার চর থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের পদ্মার চর থেকে প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গত শুক্রবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে আফজাল খা (১৫)। 

নিহতের বাবা কাশেম খা বলেন, গত বুধবার বাড়ি থেকে হারিয়ে যায় আফজাল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত শুক্রবার সন্ধ্যার পর জানতে পারলাম যে পদ্মা নদীর চরে লাশ পাওয়া গেছে। এসে দেখি আমার ছেলে।

এ বিষয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ঘটনার আগের দিন আফজাল খা আঘাতপ্রাপ্ত ছিল পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পাংশা থানার এক পুলিশ অফিসার তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। 

আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি তার পরিবার জানায় যে তার মাথায় সমস্যা আছে। গত শুক্রবার সন্ধ্যার স্থানীয়রা থানায় ফোন করে বলে পদ্মার চরে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানসহ থানা পুলিশের অন্য অফিসাররা।

টিএইচ