সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। 

গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরখাস্তের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কে বা কারা উপজেলার ৩নং লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 

ইউপি চেয়ারম্যানের মত গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরণের কর্মকান্ডে জড়িত হওয়া নৈতিকতা ও ওই পদের জন্য অবমাননাকর প্রতিয়মান হওয়ায় স্থানীয় সরকার ইউপি আইন অনুযায়ী জেলা প্রশাসক খুলনা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। 

উল্লেখিত অভিযোগে চেয়ারম্যান দ্বারা ইউপির ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউপিসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় ইউনিয়ন পরিষদ আইনে উল্লেখিত ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। 

এ ব্যাপারে বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, প্রজ্ঞাপন জারির পর থেকে চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি সুবিধা ভোগ করতে পারবেন তবে তিনি ইউপির সবধরনের কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখবেন। 

পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের এ আদেশ বহাল থাকবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

টিএইচ