বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাইকগাছায় জমিজমা বিরোধে মারধরের অভিযোগে মামলা 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় জমিজমা বিরোধে মারধরের অভিযোগে মামলা 

পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া (ঢেমসাখালী) গ্রামের মৃত্যু বিষ্ণু গাইনের ছেলে রবেন্দ্রনাথ গাইন ও সুব্রত কুমার গাইনের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। 

এর আগে রবেন্দ্র নাথ তার ভাই সুব্রত গাইনদের নামে থানায় একটি জিডি করে। পরে ওই জিডি প্রসিকিউসন হলে সুব্রতের পরিবারের লোকজন আদালত থেকে জামিন লাভ করেন। এরপর আসামি রবেন্দ্র নাথ গংরা গত ১১ মার্চ সুব্রতর বাড়িতে প্রবেশ করে সুব্রতর স্ত্রী শিবানী গাইনকে মারপিট করতে থাকে এবং বাড়ি ঘর ভাংচুর করে। 

এ সময় শিবানীর দু সন্তান সেখানে আসলে  রবেন্দ্র নাথ গংরা তাদেরও মারপিট করে। এ ঘটনায় সুব্রত কুমার গাইনের স্ত্রী শিবানী গাইন বাদি হয়ে ভাসুর রবেন্দ্রনাথ গংদের নামে গত বৃহস্পতিবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। 

এ মামলার আইনজীবী অ্যাড. এফএমএ রাজ্জাক বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

টিএইচ