বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাইকগাছায় ‘বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী’ সড়ক উদ্বোধন 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ‘বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী’ সড়ক উদ্বোধন 

পাইকগাছায় ‘বীর মুক্তিযোদ্ধা এড. স ম ইউসুফ আলী’ সড়ক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) সড়কটি অবমুক্ত ও উদ্বোধন করেন স্থানীয় এমপি মো. আক্তারুজ্জামান বাবু। 

উল্লেখ্য, পাইকগাছা পৌরসভাধীন মডেল মসজিদের নির্মাণ কাজের জন্য ৬নং ওয়ার্ডস্থ কোর্ট প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাচন অফিস পর্যন্ত সড়ক বন্ধ হয়ে যায়, জনদুর্ভোগ পৌঁছায় চরমে। দীর্ঘ প্রায় তিন বছর পর নানা জটিলতা কাটিয়ে এমপি বাবু, উপজেলা চেয়ারম্যান, মেয়র, উপজেলা নির্বাহী অফিসার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মডেল মসজিদের পাশ দিয়ে  নতুন করে সড়ক নির্মাণ করা হয়। 

মুক্তিযুদ্ধে ও এলাকার উন্নয়নে অবদান রাখায় এই সড়কটির নামকরণ করা হয় ‘বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলী সড়ক’। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, শিশু বিশেষজ্ঞ ডা. কওসার আলী গাজী প্রমুখ।

টিএইচ