বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাথরঘাটায় সিঁধ কেটে চুরির সময় একজন আটক 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় সিঁধ কেটে চুরির সময় একজন আটক 

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের মৃত. আলতাফ শিকদারের ছেলে এনামুল সিকদার আনামকে সিঁধ কেটে চুরির সময় আটক করেছে পাথরঘাটা পুলিশ। 

শনিবার (৩০ মার্চ) পূর্ব কালমেঘা ছোনবুনিয়া গ্রামের সবুজ হাওলাদারের বসতঘরে সিঁধ কেটে চুরি করার সময় এলাকাবাসীর সহযোগিতায় আটক করে। 

ভুক্তভোগী সবুজ হাওলাদার ও তার স্ত্রী খাদিজা বেগম জানায়, রাতে সাহরী খাওয়ার জন্য তরকারি গরম করতে রান্নাঘরে গেলে, হঠাৎ চোরকে বসে থাকতে দেখতে পাই। চোরের পাশে থাকা দা দিয়ে চোরের শরীরে আঘাত করে ভয়ে চিৎকার দিলে আমার স্বামী ও প্রতিবেশীরা দৌড়ে এসে চোরকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে দেখি আমাদের বসতঘরে চুরি করার জন্য সিঁধ কেটেছে। এই লোক দীর্ঘদিন ধরে চুরি করে। এই এলাকায় কেউ রাতে নিরাপদে ঘুমাতে পারে না।

অভিযুক্ত এনামুল সিকদারের কাছে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চুরি করতে আসি নায় আমাকে ফাঁসানো হয়েছে। 

পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন জানায়, ওই এলাকা থেকে আমাকে মুঠোফোনে জনালে তাৎক্ষণিক আমি টহল টিম পাঠিয়ে দেয়। লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ