বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাথরঘাটা পাবসসের আওতাধীন খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি  

পাথরঘাটা পাবসসের আওতাধীন খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন 

পাথরঘাটা উপজেলার পাবসসের আওতাধীন খালগুলো পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। রোববার (২৪ ডিসেম্বর) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা বাজারে ২ শতাধিক স্থানীয় গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পদ্মা গ্রামের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, আমাদের এই এলাকার পাবসসের আওতাধীন যে খালগুলো রয়েছে সেগুলো আমাদের খুবই প্রয়োজন। অথচ কিছু কুচক্র মহল এই উন্নয়ন কাজে বাধা দেয়ার জন্য বৃত্তিহীন মিথ্যা অভিযোগ দিয়েছে যাতে এই খালগুলো পুনঃখনন না হয়। 

তাই সকল গ্রামবাসীসহ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সকলের একটাই দাবি পাথরঘাটা উপজেলাধীন ৪নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোড়ালিয়া হাজির খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি পাবসসের আওতাধীন নাব্যতা হারানো খালগুলো যাহাতে দ্রুত পুনঃখনন করা হয়।

টিএইচ