সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় গাঁজাসহ একজনক আটক  

পাবনা প্রতিনিধি 

পাবনায় গাঁজাসহ একজনক আটক  

পাবনা সদর উপজেলার  গয়েশপুরে  অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাকে আটক করা হয়।

সদর থানার ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ধোপাঘাটা পশ্চিমপাড়া এলাকায়  অভিযান চালায় পুলিশ। এ সময় এক ব্যক্তির কাছ  থেকে ১৮কেজি গাঁজা হাতেনাতে ধরা হয়। আটক ব্যক্তি হলেন, গয়েশপুর  ধোপাঘাটা পশ্চিমপাড়া এলাকায় মাজেদ (৪২)  এ ঘটনায় মামলা করা হয়। 

আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো।

টিএইচ