সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

পাবনা প্রতিনিধি

পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

জয় বাংলা স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। 

গত রোববার রাতে পাবনা জেলার আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত গণেশপুর গ্রামে জামায়াত নেতা আলম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আলম হোসেন এঘটনায় আতাইকুলা থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, গণেশপুর, বায়নাপাড়া, কৃষ্ণপুর, সিদ্ধিনগর ও হাটবাড়িয়া কবরস্থানের কমিটি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আ.দুষ্কৃতিকারীদের ঝামেলা চলছিলো। 

সেই ঝামেলার জের ধরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী তৎকালীন সরকারের আমলে আলমকে মারধর ও মামলা দিয়ে হয়রানি করে আসছিলো। সমপ্রতি ছাত্রজনতার আন্দোলনে সরকার পতন হলেও থামেনি আওয়ামী সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব।

ভুক্তভোগী পরিবার এবং আলম হোসেন বলেন, সন্ত্রাসী বাহিনী আমার অনেক টাকার ক্ষতি করেছে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

এবিষয়ে আতাইকুলা থানার ওসি এ এম হাবিবুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ