সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় ট্রলি চাপায় পুলিশ কনস্টেবল নিহত 

পাবনা প্রতিনিধি

পাবনায় ট্রলি চাপায় পুলিশ কনস্টেবল নিহত 

পাবনা সদর উপজেলার শ্রীপুরে বালুবোঝাই ট্রলির চাপায় মাসুদ রানা   নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মোস্তাফিজুর রহমান নামে আরেক কনস্টেবল আহত হয়েছেন। অভিযুক্ত ট্রলিচালক ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে দুর্ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ কনস্টেবল মাসুদ রানা সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের তার বাড়ি। 

নিহত পুলিশ কনস্টেবল মাসুদ রানা উলিপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। আর আহত কনস্টেবল মোস্তাফিজুর রহমান একই ফাঁড়িতে কর্মরত। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। 

আটক ট্রলিচালক পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে কাওছার প্রামানিক ও তার সহযোগী একই গ্রামের মো. কালু বিশ্বাসের ছেলে আহাদ বিশ্বাস। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে

টিএইচ