পাবনার জালালপুরের একটি বাড়ি থেকে ২৪টি তাজা ককটেল ও দুটি বোমা উদ্ধার করেছে র্যাব। গত বুধবার বিকেল থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাবনা র্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম অংশ নেয়।
পাবনা র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান বলেন, দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ২৪ ককটেল ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়। এ অভিযানে কাউকে আটক করা হয়নি।
ইলিয়াস খান বলেন, ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আসার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মোক বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক বলেন, গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের পর থেকে বাড়ির মালিক আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন।
টিএইচ