বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবনায় দুয়ারীতে আটকা পড়লো ভয়ংকর সাপ রাসেলস ভাইপার 

পাবনা প্রতিনিধি

পাবনায় দুয়ারীতে আটকা পড়লো ভয়ংকর সাপ রাসেলস ভাইপার 

পাবনা সদর উপজেলার চরাঞ্চলের নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধরা পড়েছে দেশের বিলুপ্তপ্রায় সবচেয়ে বিষধর সাপ রাসেলস ভাইপার। খবর পেয়ে স্নেক রিসকিউ টিম বাংলাদেশের সদস্যরা উদ্ধার করে। 

গত শনিবার উপজেলার হিমায়েতপুরের চর ভবানীপুর গ্রামের এক জেলের চায়না দুয়ারে আটক করে এ সাপ। পরে উদ্ধার করে বন ও প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হবে। 

টিমের অভিজ্ঞ রিসকিউয়ার এবং সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ জানান, গত শনিবার আমাদের হটলাইনে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে টিমের সাধারণ সম্পাদক প্রীতম সুর রায়কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় এবং সাপটিকে উদ্ধার করি। 

উদ্ধারের পর সেখানে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সাপ কামড়ালে করণীয় সম্পর্কে সকলকে দিক নির্দেশনা দেই। প্রীতম সুর রায় জানান, রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া হচ্ছে একটি মারাত্মক বিষধর সাপ। 

যে চারটি সাপের কামড়ে ভারতীয় উপমহাদেশের মানুষেরা বেশি আক্রান্ত হন, সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। এদের বিষ মূলত হেমোটক্সিক। তবে এলাকাভিত্তিতে এদের বিষের প্রয়োগ মাত্রা এবং বিষের উপাদানের পরিমাণে কমও বেশি পার্থক্য লক্ষ্য করা যায়। 

টিএইচ