বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবনায় পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনায় পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পাবনায় এক নারীকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে রাত্রী যাপন করা অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান মর্যাদা নষ্ট করার হুমকি প্রদান করে। একপর্যায়ে ঘটনার স্বীকার ভুক্তভোগী নারী বাধ্য হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করে। 

মামলার প্রেক্ষিতে চিল্লুর রহমান শেখকে র্যাব  গ্রেপ্তার করেছে।

পাবনা রাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মুর্তজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গত শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া এলাকায় র্যাবের অভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক আসামি জিল্লুর রহমান শেখকে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার আসামি পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতী গ্রামের নফিল উদ্দিন শেখের পুত্র।

গ্রেপ্তারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পাবনা রাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মুর্তজা।

টিএইচ