বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবনায় বাবু হত্যামামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনায় বাবু হত্যামামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর র্যাব-১২ পাবনার একটি অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে গত ২৬ জুন সন্ধ্যায় আ.লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। ওই  পলাতক আসামি হলেন, মো. জামরুল সরদার, তিনি পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর এলাকার  মো. বক্কার সরদারের ছেলে। 

গ্রেপ্তার জামরুল সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রদান করলে  পরবর্তীতে তার দেয়া তথ্য মতে আভিযানিক দল গত ২৭ জুন রাত পাবনা সদর থানার পূর্ব হলুদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরো একজন পলাতক আসামি মো. উজ্জল খাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার উজ্জল খাঁ পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর এলাকার মৃত খোরশেদ খাঁর ছেলে।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

টিএইচ