সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান 

পাবনা প্রতিনিধি

পাবনায় মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান 

শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাতে পাবনায় ৭শ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গত রোববার জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্ত্বরে এ বৃত্তি প্রদান করা হয়। 

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. আবদুল খালেক। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। এসময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। একই সঙ্গে তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

অর্জিত শিক্ষাকে দেশের ইতিবাচক উন্নয়নে নিয়োজিত রাখার পরমার্শ দিয়ে বক্তারা বলেন, শিক্ষার সঙ্গে দীক্ষা ও বিদ্যার সঙ্গে বিনয় নিয়ে শিক্ষার্থীরা আগামীর পথ চললে প্রত্যেকেই দেশের অর্জনে বড় ভূমিকা রাখতে পারবে এবং মানুষ হতে পারবে। বৃত্তি প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

টিএইচ