সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনায় রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ 

পাবনা প্রতিনিধি

পাবনায় রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ 

পাবনার চাইনিজ রেস্টুরেন্টে ব্যাপস ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টে এবং হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। 

এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে হোটেলের বিভিন্ন যন্ত্রপাতি, কাচের মেশিনপত্র, মূল গেট, চেয়ার, টেবিল ও মালিক বাঁচ্চুকে ইট মেরে থেঁতলে দেয়। এই সন্ত্রাসী হামলায় রেস্টুরেন্টে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। 

এ ঘটনায় রেস্টুরেন্ট মালিকের স্ত্রীর জানান, হঠাৎ রাত ৮ টার দিকে সন্ত্রাসীরা আমাদের রেস্টুুরেন্টে হামলা ও ভাংচুর শুরু করে। আমি এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাই।

জানা গেছে একটি জায়গা জমি নিয়ে ঝামেলার জেরে এই ঘটনাটি ঘটে । এ ব্যাপারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং শান্তি রক্ষার্থে চাইনিজ রেস্টুরেন্ট গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

সেই সাথে স্বাগতম হোটেলের মালিক বাঁচ্চুকে ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয় যাতে পরিস্থিতি অবনতি না ঘটে। এ ব্যাপারে রাতেই ওসি ডিবি বাঁচ্চুকে তার বাসায় পৌঁছে দেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে বলে স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের মালিক বাঁচ্চু জানায়।

টিএইচ