সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাবনা জেলা প্রশাসকের কাছে সাদপন্থীদের স্মারকলিপি

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা প্রশাসকের কাছে সাদপন্থীদের স্মারকলিপি

তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে পাবনার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা।

 সোমবার (২ ডিসেম্বর) পাবনা জেলা তাবলীগ জামাতের মুরুব্বি সাইফুর রহমানের নেতৃত্বে পাবনা জেলার সকল তাবলীগ জামাতের একটি দল পাবনা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ।

স্মারকলিপিতে তাবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় কোন বাধা ছাড়া অংশগ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

পাবনা জেলার মাওলানা সাদের অনুসারীরা বলেন, আমাদের মুরুব্বি মাওলানা সাদকে সাত বছর ধরে  বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে।

টিএইচ