বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাবনা সংবাদপত্র মলিক গ্রুপের প্রধান কার্যালয়ের উদ্বোধন

পাবনা প্রতিনিধি

পাবনা সংবাদপত্র মলিক গ্রুপের প্রধান কার্যালয়ের উদ্বোধন

পাবনার স্থানীয় সংবাদপত্র মলিক গ্রুপের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

গত সোমবার রাতে শহরের আব্দুল রোড সংলগ্ন আল-আকসা মার্কেটের ২য় তলায় পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি মো. সোহেল রানা বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান রন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি পুত্র ও টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আরশাদ আদনান রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম মাহাবুব আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক পাবনার চেতনার নির্বাহী সম্পাদক এস এম আদনান উদ্দিন, দৈনিক এ যুগের দীপের সম্পাদক ওমর আলী, আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি সফিক ইসলামসহ আরো অনেকে। 

অনুষ্ঠান শেষে কেক কেটে পাবনা সংবাদপত্র মলিক গ্রুপের সমৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

টিএইচ