শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

পার্বতীপুরে মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 

পার্বতীপুরে মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন 

দিনাজপুরের পার্বতীপুরে জাহানাবাদ দারুল উলুম আলিম মাদ্রাসার ২০২২-২৩ অর্থবছরে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে মাদ্রাসার চার তলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন ইউএনও ফাতেমা খাতুন। 

সোমবার (২৮ অক্টোবর) জাহানাবাদ দারুল উলুম আলিম মাদ্রাসার ২০২২-২৩ অর্থ বছরে তৈরি করেন ৩ কোটি ২৬ লাখ টাকা বাস্তবায়নে মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর চার তলা একাডেমিক ভবন।  একাডিমিক ভবন নির্মাণ কাজ শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) দিনাজপুর প্রতিষ্ঠানে অধ্যক্ষ মো. একরামুল হকের নিকট হস্তান্তর করা হলে   ওই মাদ্রাসার সভাপতি ও পার্বতীপুর ইউএনও ফাতেমা খাতুন  চার তলা ভবনটি উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অভিভাবক সদস্য ছাদেকুল ইসলাম, হামিদুল ইসলাম, প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। জাহানাবাদ দারুল উলুম আলিম মাদ্রাসার স্থাপিত হয় ১৯৭৬ সাল। 

বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে  প্রাইমারি শিক্ষার্থীর সংখ্যা ১৪১ জন,  মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ২৭০ জন,  উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা ৬৩ জন ও শিক্ষক-কর্মচারী ২৮ জন। এ মাদরাসার শিক্ষা ব্যবস্থা সন্তজনক এবং এলাকার প্রতিষ্ঠানটি থাকার কারণে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছেন জানান অত্র এলাকার মানুষ ও অভিভাবকরা।

টিএইচ