বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাল্টে গেল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম

ফরিদপুর প্রতিনিধি 

পাল্টে গেল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম

বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনার পদত্যাগের খবরে পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসপাতালটিতে।

এখন সেখানে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতালটির সকল কর্মকর্তা ও কর্মচারীরা এটা করেছেন।

বুধবার (৭ আগস্ট) মেডিকেল কলেজ হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার এতথ্য নিশ্চিত করেছেন।

দীপক কুমার দাবি করে বলেন, যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সব কর্মকর্তা ও কর্মচারীরা এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই।

শুনেছি এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গত মঙ্গলবার সন্ধ্যায় করে থাকতে পারেন। আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারেন সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন।

তবে, আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারবো।

টিএইচ