সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের সদস্যদের চাকরি, বিদ্যুৎ বিক্রির লভ্যাংশ প্রদান, বাড়ির দলিল হস্তান্তরসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বপ্নের ঠিকানা আবাসনের বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ২০১৪ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সময় জমির তিনগুণ মূল্য প্রদান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান,  উৎপাদিত বিদ্যুৎ বিক্রির ০.০৩ শতাংশ লভ্যাংশ প্রদান, জমি ও বাড়ির দলিল হস্তান্তরের আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। 

জমিজমা ঘরবাড়ি ও পেশা হারিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন তারা। স্বপ্নের ঠিকানায় তাদের যে ঘর দেয়া হয়েছে তা এখন জরাজীর্ণ, নেই বিশুদ্ধ পানির সংস্থান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ফলে এখানে বসবাস করা তাদের জন্য দুরূহ হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমান বাজারে কর্মসংস্থান না থাকায় তারা অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছেন। ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা।  

এবিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

টিএইচ