বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত 

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত 

পিরোজপুর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর  জেলা শাখার এ বিশেষ কর্মসূচির আয়োজন করে। 

শনিবার (২৩ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও শহীদ ওমর ফারুক  মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ  পিরোজপুর জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সৈয়দ আউয়ালের সঞ্চালনায় সভায়  প্রধান অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) পিরোজপুর, মোহাম্মদ সেলিম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক উপজেলা চেয়ারম্যান, জিয়ানগর পিরোজপুর, আলহাজ  মাসুদ সাঈদী, যুগ্ম আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপি, শেখ রিয়াজ উদ্দিন রানা, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।

আরও বক্তব্য দেন- পিরোজপুর জেলা সশস্ত্র বাহিনী পরিষদের সহ-সভাপতি সার্জেন্ট আব্দুর রব, সাধারণ সম্পাদক সার্জেন মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধে তাদের সাহসী পদক্ষেপ এবং স্বাধীনতা অর্জনে তাদের অবদানের কথা স্মরণ করেন। তারা সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের প্রতি কর্তব্যের গুরুত্ব তুলে ধরেন।

টিএইচ