সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে আমার দেশ পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে আমার দেশ পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের সিও অফিস ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়েরকৃত মামলা নিঃশর্তে তুলে নিয়ে দ্রুত পত্রিকা প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শনিবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়ন ও সুশীল সমাজের উদ্যোগে পিরোজপুর সিও অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

মানববন্ধনে পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজলের সভাপতিত্বে ও পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. শাহিন ফকিরের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, পিরোজপুর মডেল সাংবাদিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম মামুন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকম মো. নাসির উদ্দীন প্রমুখ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদার কুমার, পিরোজপুর পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মাসুদ হাওলাদার, পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

টিএইচ