সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নাটাবের মতবিনিময় সভা

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ এই স্লোগানে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সদস্যদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় স্কাউট ভবন মিলনায়তনে জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র ফিল্ড লেভেল স্টাফ মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী, বিশেষ অতিথি ডা. মো. রফিকুল ইসলাম- মেডিকেল অফিসার, জেলা হাসপাতাল, পিরোজপুর। প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী বলেন, যক্ষ্মা রোগ চিকিৎসার দায়িত্ব সরকারের, প্রত্যেক রোগীর পিছনে একজন স্বাস্থ্যকর্মী কাজ করেন, যক্ষ্মা রোগ নির্মূলের জন্য (ডট) ৬মাস ওষুধ খেতে হবে। 

পিরোজপুরে সদর হাসপাতারের ১২৩নং কক্ষ যক্ষা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত রয়েছে। উল্লেখ্য পিরোজপুরে ৩০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সদস্যরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

টিএইচ