বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে পুলিশ সুপারের উদ্যোগে প্রচারপত্র ও মসজিদে বিশেষ বয়ান

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি 

পিরোজপুরে পুলিশ সুপারের উদ্যোগে প্রচারপত্র ও মসজিদে বিশেষ বয়ান

পিরোজপুরের সাত উপজেলা ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, নাজিরপুর, স্বরূপকাঠি, ইন্দুরকানী ও পিরোজপুর সদর মাদক, জঙ্গি তৎপরতামুক্ত, সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ গড়তে জেলা পুলিশ সুপার সম্প্রতি যোগদানরকৃত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বিশেষ উদ্যোগ নিয়েছেন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) তিনি জনসচেতনতায় জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৬৩টি মসজিদে জুমার নামাজে ইমাম সাহেবদের সহযোগিতায় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে বিশেষ বয়ান, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী প্রচারপত্র বিতরণ করেন। এসময় দেশ ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়। 

এসময় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে বক্তব্যে ওসি আহম্মেদ আনওয়ার  বলেন  মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী অপরাধে জরিতদের ধরিয়ে দেয়ার জন্য থানা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন। 

 জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার সাত উপজেলার ১২ লাখ মানুষের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ জনহিতকর উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন। এ জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়রন পুলিশ সুপার একটি প্রচারপত্র প্রকাশ করেন। 

এতে বলা হয়, গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। জেলার প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায় মাদকমুক্ত, জঙ্গীমুক্ত ও নিরাপদ বাসযোগ্য ও জনপ্রত্যাশার  আবাসস্থল হিসেবে গড়ে তোলায় পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। 

এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ দেশ ও জনতার বন্ধু হিসেবে নতুন কর্ম উদ্যোগে কাজ করতে প্রতীজ্ঞাবদ্ধ। দেশ মানুষের কল্যাণেই পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। 

সমাজে সকল অন্যায় অবিচার বন্ধে সচেতন নাগরিকের ভূমিকা আমরা সম্মানের সঙ্গে দেখি। সকলে মিলে পিরোজপুর জেলার সকল উপজেলার মানুষের শান্তি সম্প্রীতির মানবিক এক সমাজ গড়তে চাই। 

টিএইচ