বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিরোজপুরে প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তার 

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ভিসি ড. মো. শহীদুল ইসলাম বাদী হয়ে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন। 

গত সোমবার বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান শ্রমিক দলের নেতাকর্মীরা।

মামলার পর হামলায় জড়িত জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনায় শ্রমিক দল পিরোজপুর জেলা কমিটি দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে।

বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।

বহিষ্কৃত ৪ নেতা হলেন- পিরোজপুর পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক ফকির, জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ শেখ ও পৌর শ্রমিক দলের সদস্য মো. মাসুম। গত সোমবার শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক দলের নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে প্রক্টর মুসা খানসহ পাঁচজন আহত হন।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয়ের নাম দেখে নেতাকর্মীরা ক্ষিপ্ত হন এবং বাকবিতণ্ডা হয়।

তিনি আরও বলেন, পরে হোটেলে নাস্তা করতে গেলে সেখানে আমাদের ওপর চড়াও হয়। সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদেরও ২ নেতা আহত হয়। বিষয়টি আমরা জানতে পেরে শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছি। 

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. বাদশা শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই করে এ ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।