বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
The Daily Post

পিরোজপুরে মৎস্য  অবতরণ ও বিপণন কার্যক্রম উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মৎস্য  অবতরণ ও বিপণন কার্যক্রম উদ্বোধন 

পিরোজপুর সদর উপজেলার কচা নদীর তীরের পাড়ের হাটে সামুদ্রিক মৎস্য অবতরণ ও বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের  দাবির ফসল পিরোজপুরের পাড়েরহাটে বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে নির্মাণ করা হয়েছে উন্নতমানের পন্টুন ও গ্যাংওয়ে। 

ওয়ার্কশন সেট, মাছ প্যাকেজিং করার জন্য প্যাকেজিং সেট, আড়ৎঘর ভবন, জেনারেটর কক্ষ, আইস প্লান্ট, আবাসিক ভবন, অফিস ভবন, ইন্সপেকশন রুম, স্যানিটেশন ও পয়োনিষ্কাশনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা।

গতাকল সোমবার আনুষ্ঠানিকভাবে মাছ বেচা-কেনার মাধ্যমে অবতরণ ও বিপণন কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশানের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান।

সোমবার (৪ নভেম্বর) মৎস্য বন্দরে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএফডিসির পরিচালক(উপ সচিব) অদ্বৈত চন্দ্র দাস, যুগ্ম সচিব শাহ মোমেন, স্থানীয় সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান  খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ  আলমগীর হোসেন,পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম ও  মাছ ব্যবসায়ী মোস্তফা আকন প্রমুখ।

টিএইচ