রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পিরোজপুর ট্র্যাফিক সপ্তাহ উদ্বোধন 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর ট্র্যাফিক সপ্তাহ উদ্বোধন 

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হচ্ছে ট্র্যাফিক সপ্তাহ ২০২৪। 

ট্র্যাফিক সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ পিরোজপুরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সিও অফিস চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সিও অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্জেন্ট শায়লা শারমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি থেকে ট্র্যাফিক সপ্তাহ উদ্বোধন করেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশনস মো. মুকিত হাসান খাঁন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিআরটিএ পরিদর্শক মেহেদী হাসান, শ্রমিকদল নেতা আলিফ আহমেদ রাজিব, টিআই ওয়ান মো. সাইফুর রহমান চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা প্রথমেই চাই একটা নিরাপদ সড়ক, আর এই নিরাপদ সড়ক পেতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে রাস্তা পারা-পারের সময় ডানে বামে খেয়াল করে রাস্তা পার হতে হবে। আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোটরসাইকেল ড্রাইভারদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল ও হেলমেট বিতরণ করেন।

টিএইচ