বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পীরগঞ্জে ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পীরগঞ্জে ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবার্সন ও বিকল্প  কর্মসংস্থানের কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি ও দোকানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

সোমবার (৪ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ভিক্ষুকদের পূর্ণবাসনের লক্ষ্যে উপজেলার ৭ জন ভিক্ষুককে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি ও ৮ জনকে দোকানের জন্যে ৫০হাজার টাকা করে প্রদান করা হয়।

ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামসহ আরও অনেকে।

টিএইচ