সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পুলিশভ্যান থেকে পলাতক আসামি ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পুলিশভ্যান থেকে পলাতক আসামি ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

পাইকগাছার পুলিশভ্যান থেকে পালিয়ে যাওয়া আসামিকে ৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত রোববার বিকালে ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলামকে (৩৮) আটক করে থানা পুলিশ। পরে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশ ভ্যানযোগে থানায় নিয়ে আসছিল। 

পথিমধ্যে পৌর সদরের পোস্ট অফিস মোড় পৌঁছালে আসামি মনিরুল হ্যান্ডকাপসহ পুলিশভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালীর ওয়াপদা রোড থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, সরকারি হেফাজত থেকে পলায়ন করার অপরাধে আসামি মনিরুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। থানার এএসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

টিএইচ