বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পুলিশ সুপারের আমন্ত্রণে সাংবাদিকদের মিলনমেলা

সাতক্ষীরা প্রতিনিধি

পুলিশ সুপারের আমন্ত্রণে সাংবাদিকদের মিলনমেলা

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর আমন্ত্রণে পুলিশ লাইন্সের ড্রিলশেডে গত সোমবার সন্ধ্যায় জেলায় কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর প্রীতিভোজে অংশ নেন সাংবাদিকরা। 

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে পেরে জেলাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী অপরাধ নির্মূলে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সাতক্ষীরার মাটি থেকে চিরতরে মাদকের আস্তানা উচ্ছেদ করতে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন। 

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ এসময় পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সজীব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত সুপার (ডিএসবি) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি তারেক ইবনে ফয়সাল আজিজ, সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, ডিআইওয়ান ইয়াসীন আলম খানসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন প্রমুখ। এসময় প্রিন্ট, ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার ও তার সহকর্মীরা প্রত্যেক টেবিল ঘুরে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

টিএইচ