সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পুলিশ সুপারের সহায়তায় অন্তরা-ইনামুল ফিরে পেল সুখের সংসার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পুলিশ সুপারের সহায়তায় অন্তরা-ইনামুল ফিরে পেল সুখের সংসার

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আমানত আলীর মেয়ে অন্তরা খাতুনের সাথে দামুড়হুদার গোপালপুর গ্রামের আদম আলীর ছেলে ইনামুলের সাথে গত পাঁচ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। 

বিয়ের পর থেকে অন্তরা খাতুন ও স্বামী ইনামুলের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে অন্তরা খাতুন ঝগড়া-বিবাদ করে তার শিশুপুত্র ইয়াছিনকে নিয়ে পিতার বাড়িতে চলে আসে।

পুলিশ জানায়, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য অন্তরা খাতুন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দেন। জেলা নারী ও শিশু সহায়তা সেলের মাধ্যমে পারস্পরিক সমঝোতার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান গত মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন। 

উভয় পক্ষকে বুঝানোর চেষ্টার একপর্যায়ে অন্তরা খাতুন ও ইনামুল সব বিবাদ ভূলে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হন। জেলা পুলিশের সহায়তায় অন্তরা খাতুন ফিরে পেল তার সুখের সংসার ও শিশু সন্তান ইয়াছিন ফিরে পেল পিতৃস্নেহ।

টিএইচ