বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পূবাইলে আবাসিক শিল্প ও বাণিজ্যিক তথ্য কার্যক্রম হালনাগাদ শুরু 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

পূবাইলে আবাসিক শিল্প ও বাণিজ্যিক তথ্য কার্যক্রম হালনাগাদ শুরু 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক তথ্য  হালনাগাদ কার্যক্রম, যার অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) গাজীপুর মহানগরীর পূবাইলে ৪০নং ওয়ার্ডে এ হালনাগাদ  কার্যক্রম উদ্বোধন করেন গাসিক ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড, নজরুল ইসলাম খান।

 এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডের জনগণের সেবার মান বাড়াতে এ হালনাগাদ কার্যক্রম আরোও বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী, আমি ওই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করব। 

এ বছর পূবাইলের ১৮ হাজারের বেশি আবাসিক ও ১৭০টির বেশি বাণিজ্যিক তথ্য হালনাগাদ করবে গাজীপুর সিটি কর্পোরেশন, যার সম্ভব্য কর আদায় লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৯ হাজার ৯৩০ টাকা, সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত চলবে এ হালনাগাদ কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন, শাওন মিয়া, সহ. কর নির্ধারক, সহ. কর আদায়কারী আহসান হাবিব খান, খোরশেদ, সহকারী লাইসেন্স পরিদর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন পূবাইল অঞ্চল ২ ও ইফতেখার পালোয়ান সজিব, কাউন্সিলর কতৃক মনোনীত ব্যক্তি।

টিএইচ